নব্য জেএমবি’র সামরিক শাখার কমান্ডার আটক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/11/04/jmb-photo.jpg)
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি’র সামরিক শাখার কমান্ডারকে আটক করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।
ফারুক হোসেন বলেন, ‘সিটিটিসি’র অভিযানে নব্য জেএমবি’র সামরিক শাখার কমান্ডারকে আটক করা হয়েছে।’ তবে প্রাথমিকভাবে তাঁর নাম-পরিচয় জানাননি তিনি।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বিস্তারিত জানাবেন বলে জানানো হয়েছে।