নাটোরে বিএনপির ৩১ নেতাকর্মী কারাগারে

নাটোরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় এজারভুক্ত ৩১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের নেতৃত্বে নেতাকর্মীরা আজ নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে বিচারক রহিম নেওয়াজসহ ৪৯ জনকে জামিন দিয়ে অবশিষ্ট ৩১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১ ডিসেম্বর অভিযুক্তরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন।
গত বছরের ২২ নভেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। সেই সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিকসহ ২০ জন আহত হন।