নাটোরে ১৪ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ১
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/23/naattor.jpg)
নাটোরে প্রায় ১৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব। ছবি : এনটিভি
নাটোর শহরের হরিশপুর বাইপাস এলাকা থেকে প্রায় ১৪ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে র্যাব। এসময় আব্দুল মজিদ নামে একজনকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা শহরের হরিশপুর বাইপাস এলাকায় রাজশাহী থেকে আসা একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে প্যাড কভারের ভেতর বিশেষ কায়দায় রাখা ১৩ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ ঘটনায় মাইক্রোবাসসহ এর চালক আব্দুল মজিদকে আটক করে র্যাব। তার বাড়ি জয়পুরহাট জেলায়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানান নাটোর র্যাব ক্যাম্পের কমান্ডার ফরহাদ হসেন।