নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে প্রাণ গেল ভাইবোনের
শেরপুরে নানা বাড়িতে বেড়াতে এসে মারা গেছে দুই খালাতো ভাইবোন। আজ শনিবার দুপুরে জেলা সদরের জঙ্গলদী নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো জেলা সদরের চকপাঠক এলাকায় ছানোয়ার হোসেনের ছেলে মাহমুদুল হাসান সুয়াইম (২০) এবং তার খালাত বোন ঢাকার দক্ষিণখান এলাকার রফিক মিয়ার মেয়ে বোন রাউফুন (১২)।
স্থানীয়রা জানিয়েছে, সুয়াইম ও রাউফুন শেরপুর সদরের জঙ্গলদী এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে বাড়ির পাশে মৃগি নদীতে গোসল করতে গেলে তারা পানিতে ডুবে যায়। দুজনের কেউ সাঁতার জানত না বলেই এমন দুর্ঘটনা ঘটে।
এদিকে, এক ঘণ্টা পর দুজনের লাশ উদ্ধার করে পরিবার ও এলাকাবাসী মিলে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।\
এ ব্যাপারে শেরপুর সদর থানার তদন্ত কর্মকর্তা বন্দে আলী জানান, ব্যাপারটি এখনও কেউ থানায় জানায়নি। জানালে আমরা ব্যবস্থা নেব।