নারায়ণগঞ্জে ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুই ওয়ার্ডবয় দগ্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/08/11/nganj-pic.jpg)
নারায়ণগঞ্জের চাষাঢ়ার বালুর মাঠ এলাকায় একটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুই ওয়ার্ডবয় দগ্ধ হয়েছেন। আজ বুধবার বিকেলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
গুরুতর দগ্ধ অবস্থায় একজনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর চাষাঢ়ার বালুর মাঠ এলাকায় অ্যাপোলো ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে ওয়ার্ডবয় রাজিব ও হৃদয় দগ্ধ হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
ক্লিনিকের ম্যানেজার আফজাল হোসেন জানান, রোগীর জন্য অক্সিজেন সিলিন্ডার বদল করার সময় বিস্ফোরণ ঘটে। এতে দুই ওয়ার্ডবয় দগ্ধ হন। দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর দগ্ধ একজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়েছি।