পাকিস্তানে ক্রিকেট মাঠে হামলায় অন্তত একজন নিহত

পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন ভয়াবহ বোমা বিস্ফোরিত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাজৌর জেলার খার তহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে শনিবার (৬ সেপ্টেম্বর) এই হামলার ঘটনা এতে অন্তত একজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।
বাজৌর জেলার পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। বিস্ফোরণটি একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে ঘটানো হয়েছে এবং এটি একটি পরিকল্পিত হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় পুরো ক্রিকেট মাঠ কেঁপে ওঠে এবং চারদিকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে মানুষ।
পাকিস্তানে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল সন্ত্রাসী হামলার জেরে। এমন অবস্থায় আবারও এই হামলা সৃষ্টি করেছে উদ্বেগের।