নারায়ণগঞ্জে তানিয়াকে ধর্ষণ ও হত্যার দায়ে দুজনের ফাঁসি বহাল

হাইকোর্টের ফাইল ছবি
নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানিয়াকে গণধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট। এরা হলেন আমির হোসেন ওরফে খোকন ও মোহর চাঁন।
একইসঙ্গে আসামি সফর আলীর যাবজ্জীবন বহাল রেখেছেন আদালত। নিম্ন আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি নুর আলম ও মনির হোসেনকে খালাস দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিচারপতি এস এম এমদাদুল হক ও ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ কে এম ফায়েজ ও অ্যাডভোকেট মন্টু চন্দ্র ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো।