নারায়ণগঞ্জে হত্যায় মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মফিজ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামিরা। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মফিজ হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া দুই নারীসহ নয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৩০ হাজার টাকা এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা দ্বিতীয় জজ আদালতের বিচারক সাবীনা ইয়াসমীন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহিদুলসহ তিন আসামি পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি জিয়ামমিন আক্তার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০১১ সালে ৯ নভেম্বর সকালে প্রতিপক্ষের লোকেরা মফিজ মিয়াকে কুপিয়ে ও টেটা বিদ্ধ করে হত্যা করে। ঘটনার পর নিহতের বাবা শহিদুল ইসলাম সোনারগাঁও থানায় ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। দীর্ঘ তদন্তের পর আদালতে ১২ জনের সাক্ষী গ্রহণ শেষে আজ এ রায় দেন।