নিরপেক্ষ থাকায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ রাশিয়া : রাষ্ট্রদূত
জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশনের এক প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থাকায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।
রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘের জরুরি অধিবেশনে ভোটাভুটির আগে বাইরের প্রবল চাপ সত্ত্বেও বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বাংলাদেশের এ দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ আচরণের প্রশংসা করি।
আজ বৃহস্পতিবার ঢাকায় রাশিয়ান দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলেক্সান্ডার মান্টিটস্কি এসব কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা শুধু রাশিয়া একা নয়, বাংলাদেশসহ দেশটির মিত্রদের জন্যও হুমকি তৈরি করেছে। বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও লেনদেন অব্যাহত রাখতে নানা বিকল্প নিয়ে, দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে।
রাষ্ট্রদূত জানান, রাশিয়া বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে আগ্রহী। বাংলাদেশের অংশীদারদের জন্য অবিশ্বস্ত অংশীদারেরা দূরে সরে গিয়ে, আমাদের এক দারুণ সুযোগ তৈরি করেছে।