নির্বাচনে হারার যোগ্যতাও হারিয়েছে বিএনপি : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘জেতার যোগ্যতা তো দূরে থাক, নির্বাচনে হারার যোগ্যতাও হারিয়ে ফেলেছে বিএনপি। তারা নির্বাচনে এসে কিছুক্ষণ থাকে, তারপর চলে যায়। আবার বলে নির্বাচন নাকি আন্দোলনের অংশ, অর্থাৎ নির্বাচনটা নির্বাচনের জন্য করে না।’
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘বিএনপি তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তি চায়। তাদের নেত্রীকে কোনো রাজনৈতিক মামলায় আটক করা হয়নি। তিনি দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন। দীর্ঘ ১০ বছর মামলা চলেছে, বিএনপির বাঘা বাঘা উকিল ১০ বছরেও প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন, খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেননি।’
গতকাল শনিবার রাতে জামালপুরে সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে ডা. দীপু মনি এসব কথা বলেন।
বিদ্যালয়টির শতবর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান হেলালের সভাপতিত্বে বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ।