নির্বাচন ভবনে প্রবেশ করেই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নতুন কমিশন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/02/28/cec-1.jpg)
নির্বাচন ভবনে প্রবেশ করেই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নতুন কমিশন। নির্বাচন ভবনে আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটে নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে শুরুতেই স্বাগত বক্তব্য দেন ইসি সচিব। এরপর চলে পরিচয় পর্ব। আগামী পাঁচ বছর দেশের নির্বাচন কর্মযজ্ঞ পরিচালনা করবেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার শপথ গ্রহণের পর আজ থেকে নির্বাচন কমিশনে অফিস শুরু করেছেন কমিশনারেরা।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2022/02/28/cec_2.jpg)
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান সকাল ৯টা ৩৫ মিনিট নির্বাচন ভবনে প্রবেশ করেন। সকাল ৯টা ৪৫ মিনিটে কমিশন ভবনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ৯টা ৫০ মিনিটে প্রবেশ করেন কমিশনার বেগম রাশেদা সুলতানা এমিলি। সকাল ১০টায় ভবনে প্রবেশ করেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। সর্বশেষ ১০টা ৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন সাবেক সিনিয়র সচিব এবং নতুন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
আজকের বৈঠকের জন্য মাঠপর্যায় থেকে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের ঢাকায় নিয়ে আসা হয়েছে।
এ ছাড়া বৈঠকে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিয়া প্রকল্প-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের, নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. আবদুল বাতেন, ইসির যুগ্মসচিব ফরহাদ আহাম্মদ খান, মো. নূরুজ্জামান তালুকদার, এস এম আসাদুদজ্জামানসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।