নীলফামারীতে ২৩ শ্রমিকসহ করোনায় নতুন আক্রান্ত ৪৯

নীলফামারীতে ৬ ও ৭ জুলাইয়ের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে উত্তরা ইপিজেডের ২৩ শ্রমিকসহ জেলা সদরে ৪২ জন, সৈয়দপুরে দুজন, জলঢাকায় চারজন ও কিশোরগঞ্জ উপজেলায় একজন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে সিভিল সার্জন রণজিৎ কুমার বর্মণ জানান, এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪৭৫ জনে।
উল্লেখ্য, নীলফামারীর উত্তরা ইপিজেডে এ পর্যন্ত সাত চীনা নাগরিকসহ ৪২ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্ত সাত চীনা নাগরিক বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।