নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/12/11/nilphamari-press-club-held.jpg)
নীলফামারী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার সদর উপজেলার গোড়গ্রামে অবস্থিত পাখির অভয়াশ্রম ‘নীলসাগরে’ অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব সভাপতি তাহমিন হক ববির সভাপতিত্বে এতে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান।
জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন এতে।
নীলফামারী প্রেসক্লাবের স্থায়ী জায়গায় ভবন নির্মাণ, সুস্থ সাংবাদিকতা চর্চা, নবীনদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে পরিকল্পলা গ্রহণ করা হয় এই সভায়।
নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান বলেন, ‘২০২১ সালের ২০ নভেম্বর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সাত ডিসেম্বর শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্বভার গ্রহণ করি আমরা। এক বছরেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করেছি আমরা। অনেক পরিকল্পনা রয়েছে সেগুলো সম্মিলিতভাবে বাস্তবায়নে চেষ্টা করা হচ্ছে।’
অনুষ্ঠানে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হককে সম্মাননা দেওয়া হয়।
প্রসঙ্গত, দীর্ঘ ১১ বছর পর নির্বাচনের মাধ্যমে ২১ সদস্যের কমিটি গঠন করা হয় নীলফামারী প্রেসক্লাবের।