আ.লীগের ফিরে আসার সুযোগ নেই : সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম বলেছেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তবর্তী সরকার যেন এই ভুল না করে যে তারা দায়িত্ব অন্য কারো হাতে দিয়ে সরে যাবে। আমরা বাংলাদেশে খুনিদের বিচার দেখতে চাই। আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই।
আজ সোমবার (২৬ মে) সকাল ১১টায় নীলফামারীর ডোমারে লিফলেট বিতরণ ও পথসভায় সারজিস আলম এসব কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই। খুনি হাসিনারও ফিরে আসার সুযোগ নেই। যদি আসে, তবে একমাত্র বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আসবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন—এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন, ছাত্র প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন ও মোহাম্মদ শরীফ হোসেন।