নেত্রকোনায় বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

নেত্রকোনায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কার্যক্রম ২০২২-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা সদর খাদ্য গুদামে, জেলা খাদ্য বিভাগ এ বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম ফজলে রানার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ এইচ আর খান পাঠান সাখি, জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আব্দুস শহীদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, সম্পাদক হাফিজুর রহমান খান, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কৃষকরা।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান জানান, অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ মৌসুমে জেলায় ২৪ হাজার ৪৮৪ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের এবং ২৮৫ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।