নেত্রকোনায় ৮৬ ব্যাচ ঈদ মিলনমেলা

‘এসো হৃদয়ের ভালোবাসায় মিলিত হই বন্ধুত্বের বন্ধনে’ এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা, জাতীয় ও সংগঠনের নিজস্ব পতাকা উত্তোলন, পরিচিতি সভা, প্রীতিভোজ, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেত্রকোনায় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা এসএসসি ৮৬ ব্যাচ বন্ধু মিলনমেলা উদযাপন পরিষদের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে দত্ত উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আধুনিক স্টেডিয়াম মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বন্ধু মিলনমেলা উদযাপন পরিষদের সভাপতি সাইফ খান বিপ্লব, সম্পাদক সাহাবউদ্দিন রিপন, সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম. মুখলেছুর রহমান, বন্ধু মিলনমেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক ভজন দাসসহ অন্যরা।

এর আগে ইনডোর স্টেডিয়ামে ইকবাল হাসান তপু, আঞ্জুমান আরা কচি ও শিউলী আক্তারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বন্ধু মিলনমেলা উদযাপন পরিষদের সভাপতি সাইফ খান বিপ্লব, সম্পাদক সাহাবউদ্দিন রিপন, সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী প্রমুখ।
তিন শতাধিক ৮৬ ব্যাচের বন্ধুদের উপস্থিতিতে শোভাযাত্রা শেষে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, পরিচিতি সভা, প্রীতিভোজ, র্যাফেল ড্র এবং দলীয় সংগীত, একক সংগীত, নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী ঈদ মিলনমেলা অনুষ্ঠান শেষ হয়।