পদ্মা সেতু : দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের প্রতি প্রধানমন্ত্রীর সহমর্মিতা
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সূচনা বক্তব্যে পদ্মা সেতু নির্মাণে যাঁরা দুর্নীতির অভিযোগে মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন, তাঁদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। পদ্মা সেতুতে যাঁদের জমি অধিগ্রহণ করা হয়েছে, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু নির্মাণে বাধা দিতে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমাদের অনেক অপবাদ সহ্য করতে হয়েছে। এ সেতু আমাদের সক্ষমতার প্রতীক।’
শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন—আমরা যখন সেতু নির্মাণ করতে যাই, তখন নানা ধরনের ষড়যন্ত্রের শিকার হই, অপবাদ দেওয়া হয়। দুর্নীতির অপবাদ দিয়ে কীভাবে একেকটি মানুষ, একেকটি পরিবারকে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছিল, সে যন্ত্রণা ভোগ করেছিল আমার ছোট বোন শেখ রেহানা, আমার ছেলে সজিব ওয়াজেদ জয়, আমার মেয়ে সায়মা ওয়জেদ পুতুল, রেহানার ছেলে রেদোয়ান মুজিব ববি, আমার অর্থ উপদেষ্টা মশিউর রহমান, সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন। তাঁরা যে যন্ত্রণা পরিবারসহ ভোগ করেছিলেন, আমি তাঁদের প্রতি সহমর্মিতা জানাই।’