পাবনায় ঈগল পাখির দুটি ছানা উদ্ধার
পাবনার ভাঙ্গুড়ায় একটি বাড়ি থেকে দেশীয় প্রজাতির ঈগল পাখির দুটি ছানা উদ্ধার করেছেন বনবিভাগের কর্মকর্তারা। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মণ্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের ফরহাদ আলীর বাড়ি থেকে ঈগল পাখির ছানা দুটি উদ্ধার করা হয়।
পরে পাখি দুটিকে পাবনা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দয়ারপাড়া গ্রামের ফরহাদ আলী ২০-২২ দিন আগে ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন কড়ই গাছের নিচে ঈগল পাখির দুটি ছানা পড়ে থাকতে দেখেন। তখন তিনি ছানা দুটি বাড়িতে নিয়ে গিয়ে লালন-পালন শুরু করেন।
এদিকে আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশের সহযোগিতায় জাতীয় বনবিভাগের চাটমোহর উপজেলা কর্মকর্তা এ জাহিদ হোসেন গিয়ে ছানা দুটি উদ্ধার করে নিয়ে যান।
এ বিষয়ে চাটমোহর উপজেলা বনকর্মকর্তা এ জাহিদ হোসেন বলেন, ‘ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খানের নির্দেশনায় ঈগল পাখির ছানা দুটি উদ্ধার করা হয়। ঈগল পাখির ছানা দুটি সুস্থ ও স্বাভাবিক আছে। উদ্ধার করার পর পরই তা পাবনা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ভাঙ্গুড়ার ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঈগল পাখির ছানা দুটি উদ্ধার করে পাবনা বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।