পাবনায় নির্বাচনি সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত যুবক সবুজ হোসেন (২৮) মারা গেছেন। আজ মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত সবুজ সুজানগর উপজেলার চলনা গ্রামের হাছেন আলীর ছেলে। তিনি ভায়না ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুকের সমর্থক বলে জানা গেছে।
গতকাল সোমবার রাতে ভায়না ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিন উদ্দিন আর স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুকের কর্মী-সমর্থকদের সংঘর্ষে সবুজ আহত হয়েছিলেন।
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক জানান, সুজানগরের বিভিন্ন ইউনিয়নে প্রশাসনের ছত্রছায়ায় কিছু বহিরাগত সন্ত্রাসী দাপট দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছে। তারাই ইন্ধন জুগিয়ে সবুজকে হত্যা করেছে।
তিনি আরও বলেন, ‘কয়েকজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতার নাম ব্যবহার করে ওই গোষ্ঠী প্রশাসনের ওপর খবরদারি করছে।’
সুজানগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল আলম বলেন, ‘লোকমুখে আহত একজনের মৃত্যুর বিষয় শুনেছি। তবে অফিশিয়ালি আমি নিশ্চিত নই। সম্ভবত তিনি গত রাতে ভায়নায় আহতদের মধ্যে একজন হতে পারেন।’