পিতা হত্যার দ্রুত বিচার চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/01/19/raasel-kriirraa-prtimntrii.jpg)
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘আশা করছি আমার বাবা ও আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার চূড়ান্ত নিষ্পত্তি ও হত্যাকারীদের দণ্ড বর্তমান সরকারের আমলেই কার্যকর হবে। আমি আমার পরিবার এ মামলার চূড়ান্ত নিষ্পত্তি দেখে সান্ত্বনা পাব। সন্তান হিসেবে আমিও এ আশা করছি।’
সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে। বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার। আরও বক্তব্য দেন বিএসআরএফ এর সহসভাপতি মোতাহার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী তাঁর মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। এসময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তাঁর বাবা ও সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টারের হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন এবং দ্রুত বিচার নিষ্পত্তির আশা করেন।