পিরোজপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার পিরোজপুর জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা—স্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, সাবেক পিরোজপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি মুনিরুজ্জামান নাছিম আলী প্রমুখ।
এদিকে, রেড ক্রিসেন্ট সোসাইটি দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে। সভায় পিরোজপুর ইউনিটের যুব প্রধান শুভদীপ শিকদার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএ রব্বানী ফিরোজ।
আলোচনা সভার আগে বেলা ১১টায় র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।