পিরোজপুরে নির্বাচনি সহিংসতার জেরে আ.লীগনেতা বহিষ্কার
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা নাছির উদ্দিন মাতুব্বরকে বহিষ্কার করা হয়েছে।
সেইসঙ্গে আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের পদ-পদবি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের পিরোজপুর জেলা শাখার প্যাডে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।
উল্লেখ্য, গত রোববার পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণাকালে নৌকার সমর্থক এবং আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ ও বেশ কয়েকজন আহত হন। পরে এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা হয়।