পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজের ২৬ দিন পর দুই কিশোরী উদ্ধার
জামালপুর থেকে নিখোঁজের ২৬ দিন পর দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শনিবার বিকেলে গাজীপুর জেলার চান্দুরা এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
আজ রোববার দুপুরে পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন জানান, গত ১ মার্চ জামালপুর পৌর শহরের শেখেরভিটার শেখ রাসেল শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্র বালিকা শাখা থেকে দুই কিশোরী মিম আক্তার সোনিয়া (১৪) ও মিনি (১৩) বাইরে খেলাধুলা করার সময় পালিয়ে যায়। পরে মিনির মা মিনারা বেগম গত ১৬ মার্চ জামালপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১-এ একটি মামালা করেন। পিবিআইকে মামলার তদন্তভার দেওয়া হলে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গতকাল শনিবার বিকেলে গাজীপুর জেলার চান্দুরা এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। আজ রোববার তাদের আদালতে পাঠানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিম আক্তার সোনিয়া প্ররোচনা দিয়ে মিনিকে নিয়ে পালিয়ে যায়। সোনিয়াকে গত ফেব্রুয়ারি মাসে গাজীপুর থেকে জামালপুর শেখ রাসেল শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্র বালিকা শাখায় পাঠানো হয়, তখন সে তার পরিচয়ে উল্লেখ করে, তার বাবার নাম দুলাল (৫৫), বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার বড়–ইকান্দা গ্রামে। সোনিয়া এর আগেও বিভিন্ন অপরাধে জড়িত ছিল। জামালপুর শেখ রাসেল শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্র, বালিকা শাখায় দেড় বছর ধরে অবস্থান করা কিশোরী মিনির বাড়ি জামালপুর সদরে। কিশোরী দুজনের নিখোঁজের ব্যাপারে কারও কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায়, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।