পুলিশ-বিএনপির সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি আড়াই হাজার

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে গতকাল বুধবার বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে মামলাটি করা হয়।
আজ বৃহস্পতিবার পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সালাহউদ্দীন মিয়া বলেন, ‘বুধবারের হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে ও দেড় থেকে দুই হাজার জনকে অজ্ঞাত আসামি করে এই মামলা হয়েছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে এ মামলা করা হয়েছে।’
গতকাল বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে মকবুল হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে বিস্ফোরক, চাল, পানি, খিচুরি ও নগদ টাকা পাওয়া যায় বলে জানায় পুলিশ।