প্রেস সচিবের ভাই হারুন রশিদের মৃত্যু, রাষ্ট্রপতির শোক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/10/15/press-harun.jpg)
মো. হারুন রশিদ। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের ভাই মো. হারুন রশিদ আজ শনিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
হারুন রশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি। আজ শনিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি হামিদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।