ফরিদপুরে বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/05/15/bazrapat.jpg)
ফরিদপুরে বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা থকে ৫টার মধ্যে পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী, পাঁচ নম্বর ওয়ার্ডের মোল্লা ডাঙ্গী মহল্লায়, সদর উপজেলার নর্থ চ্যানেল ও মধুখালী উপজেলার চাদঁপুরে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃতরা হলেন ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী মহল্লায় কৃষক কাবুল শেখের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী মহল্লার গোপাল মোল্লার ছেলে কবির মোল্লা (৪৮), সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কৃষক দুলাল খান (৫৮) ও মধুখালী উপজেলার চাঁদপুরের কবির শেখ (৪০)।
স্থানীয়দের বরাত দিয়ে কতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মোল্লাডাঙ্গী মহল্লায় বজ্রপাতে আনোয়ারা বেগম নামের এক নারী মারা যান। ঘটনার সময় ওই নারী স্বামী ও ছেলের সঙ্গে মাঠ থেকে ধান নিয়ে বাড়িতে ফিরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এর আগে বিকেল ৪টার দিকে বজ্রপাতে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম গঙ্গাবর্দী মহল্লার কৃষক কবির মোল্লা মারা যান। তিনি ধান নিয়ে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান।
এছাড়া বিকেলে বজ্রপাতে সদর উপজেলার দুলাল খান নামের এক কৃষক এবং মধুখালী উপজেলার চাঁদপুরের কবির শেখ নামের এক কৃষক মাঠে পাটক্ষেত পরিচর্যার কাজ করার সময় মারা যান।