ফরেনসিক বিভাগের প্রধানকে তলব করেছেন হাইকোর্ট
বারবার চিঠি দেওয়ার পরও ময়নাতদন্তের প্রতিবেদন না দেওয়ায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধানকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১ এপ্রিল আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ মামলার তদন্ত কর্মকর্তাকেও ওই দিন হাজির থাকতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ হত্যা মামলার আসামি হাবিবুর রহমানের জামিন আবেদনের ওপর শুনানিকালে এ আদেশ দেন আদালত। আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আরাফাত কাউসার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
জানা যায়, ২০১৯ সালের ৭ নভেম্বর আল আমিনকে নৃসংশভাবে হত্যা করা হয়। এ ঘটনায় পরের দিন নিহতের বড়ভাই বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। এ ছাড়া আল আমিনের ময়নাতদন্ত করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। এরইমধ্যে মামলার আসামি হাবিবুর রহমান হাইকোর্টে জামিন আবেদন করেন। এ জামিন আবেদনের ওপর শুনানিকালে গত দেড় বছরেও মামলার তদন্ত সম্পন্ন না হওয়ায় তদন্ত কর্মকর্তাকে তলব করেন আদালত। এ নির্দেশে তদন্ত কর্মকর্তা আজ মঙ্গলবার হাইকোর্টে হাজির হন।
তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, ময়নাতদন্ত প্রতিবেদন চেয়ে ঢামেক হাসপাতালের ফরেনসিক বিভাগে তিনবার আবেদন করা হয়েছে। কিন্তু প্রতিবেদন না পাওয়ায় শেষ পর্যন্ত গাজীপুরের মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করা হয় গত ২৪ জানুয়ারি। এর পরও ওই প্রতিবেদন পাওয়া যায়নি। এরই পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।