ফেনীতে নতুন করোনা আক্রান্ত ৩২ জন

ফেনী সিভিল সার্জনের কার্যালয়। ছবি : এনটিভি
ফেনীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দাগনভুঞা উপজেলায় ১৯ জন, সদরে ১১ ফুলগাজীতে একজন ও সোনাগাজীতে একজন।
আক্রান্তাদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী ১৪ জন। যাদের বয়স ৮ বছর থেকে ৬৮ বছরের মধ্যে।
ফেনী থেকে গত ২৪ ঘণ্টায় ১৩২টি নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে আগের নমুনাসহ আজ দুপুর পর্যন্ত ১১৩টির ফলাফল পাওয়া গেছে। আরো ৪৩৮টি নমুনার রেজাল্ট আসার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগের কেরোনা নিয়ন্ত্রণ কক্ষের সমন্বয়ক ডা. তাহসিন নূর অমি।
তিনি জানান, ফেনীতে করোনা পজিটিভ রোগী ও উপসর্গ নিয়ে মারা যাওয়ার হার ঈদের পর থেকে আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। এ নিয়ে শংকিত হয়ে পড়েছে জেলাবাসী।