বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি, থানায় জিডি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/02/23/bimelaa.jpg)
অমর একুশে বইমেলার ফাইল ছবি ফোকাস বাংলার
অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠিয়েছে আনসার আল ইসলাম। আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় হুমকি দিয়ে এই চিঠি পাঠানো হয়। পরে বিকেলে এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
ডায়েরিতে বলা হয়, ২৩ ফেব্রুয়ারি সকালে আনসার মাওলানা সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কজনক।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/02/23/book-fair.jpg)
শাহবাগ থানার ডিউটি অফিসার শিল্পী আক্তার সাধারণ ডায়েরিটি গ্রহণ করেছেন।