বগুড়ায় পিকআপের চাপায় ৩ জন নিহত

বগুড়া শহরে পিকআপের চাপায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। আজ শনিবার সকালে শহরের মাটিডালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার খামার গ্রামের রশিদুল ইসলাম, তেলিহারা গ্রামের আবু জাফর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আজগর আলী।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আজ ভোর সাড়ে ৬টার দিকে মাটিডালি এলাকায় ছয় থেকে সাতজন ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শহর থেকে মাটিডালিমুখী একটি পিকআপ তাঁদের চাপা দেয়। এতে পাঁচজন গুরুতর আহত হন।
পরে আহত ব্যক্তিদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার পর তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরই পিকআপটি পালিয়ে যায় বলে জানান ওসি হুমায়ুন কবির।