বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত এলে প্রতিহত করা হবে : হানিফ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও সংবিধানের ওপর আঘাত এলে দেশবাসীকে সঙ্গে নিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদ আয়োজিত মুক্তিযুদ্ধ ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র এ ঘোষণা দেন।
স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে আওয়ামী লীগ কোনো আলোচনা করবে না জানিয়ে সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেন, এদেশে ধর্মের নামে ব্যবসা এবং মানুষকে উল্টো বোঝাচ্ছে কিছু মানুষ। ওয়াজ মাহফিলের নামে অনেকেই একে অন্যের সমালোচনায় ব্যস্ত।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ইসলাম ধর্মে মিথ্যা বলা, পাপ করা, অন্যায় করা এগুলো সমর্থন করে না। আপনারা ধর্মের দোহাই দিয়ে যদি আর এই ভাস্কর্য ভাঙার বা সংবিধানের ওপর আঘাত হানার কোনো কাজ করতে যান, বাংলার জনগণ এটা বরদাস্ত করবে না। আমরা যারা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। আমরা কোনো মৌলবাদী, উগ্রবাদী, জঙ্গিবাদী কারো সঙ্গে আমরা কথা বলতে রাজি নই। তাদের সঙ্গে কোনো আপস করতে রাজি নই। এদের কোনো অন্যায় ও অযৌক্তিক দাবি আমরা মানতেও রাজি নই।’