বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বইপড়ার পুরস্কার বিতরণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে পিরোজপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক বইপড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অফিসার্স ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আবুল হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবির, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন, ঢাকাপোস্টডটকমের পিরোজপুর জেলা প্রতিনিধি মো. আবীর হাসান।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।