গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত। ছবি : এনটিভি
গোপালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) দিনব্যাপী গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
এতে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলার বিতার্কিক দলের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান।