বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ছয় ট্রলার, নিহত ১, নিখোঁজ ৫

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে চট্টগ্রামের বাঁশখালীর উপজেলার চাম্বল এলাকার ছয়টি ফিশিং ট্রলারসহ পাঁচ জেলে নিখোঁজ এবং নিহত হয়েছেন একজন।
আজ বুধবার সকালে হাতিয়া দ্বীপ এলাকায় আবদু সবুর নামের এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে বোটমালিক সমিতির সভাপতি হেফাজুল ইসলাম।
অন্যদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী জানান, গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে বঙ্গোপসাগরের গ্যাসের টাংকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক জেলে নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত জেলের পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথাও জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা।
স্থানীয় লোকজন ও বাংলাবাজার ফিশিং ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, বাঁশখালীর চাম্বল এলাকার ২০টি ট্রলার মাছ ধরার জন্য গতকাল ভোর ৪টার দিকে বাংলাবাজার ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দেয়। পরে সকাল ৯টার দিকে ট্রলারগুলো ঝড়ের কবলে পড়ে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে সমুদ্রের পানিতে বিলীন হয়ে যায়। এ সময় ফিশিং ট্রলারে থাকা মাঝি-মাল্লারা পানিতে ভাসতে ভাসতে অন্য ফিশিং ট্রলারের সহযোগিতায় প্রাণে রক্ষা পায়। তবে এখনও পর্যন্ত পাঁচ মাঝি-মাল্লা নিখোঁজ রয়েছেন। ঝড়ের কবলে লণ্ডভণ্ড ট্রলারগুলো হচ্ছে হেফাজতুল ইসলামের মালিকানাধীন এফবি মুশফিক, এফবি ফারুক, এফবি কেয়াতল্লাহ ও এফবি নন্না মিয়া। এসব ট্রলারের মালিকের বাড়ি বাঁশখালীর চাম্বল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে বলে জানা গেছে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘বাঁশখালীর ছয়টি ফিশিং ট্রলার ঝড়ের কবলে পড়ার খবর শুনেছি। এক জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কোস্টগার্ডের মাধ্যমে নিখোঁজ মাঝিমাল্লার খোঁজখবর নেওয়া হচ্ছে।’