বন্যহাতির পাল দেখতে গিয়ে তাড়া খেয়ে যুবকের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় সীমান্তের কাছে বন্যহাতির পাল দেখতে গিয়ে হাতির তাড়া খেয়ে জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিস আলী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে। ইদ্রিস আলী উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রামের বকুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনদিন ধরে রাতের বেলায় ভারতীয় সীমান্ত এলাকা অতিক্রম করে বন্যহাতির পাল বকশীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় প্রবেশ করছে। এসব বন্যহাতি মূলত ধানসহ অন্যান্য ফসল খাওয়ার জন্য রাতের বেলায় আসে এবং ভোরে চলে যায়। আশেপাশের বিভিন্ন এলাকার স্থানীয় উৎসুক লোকজন এসব হাতি দেখার জন্য আসে। শুক্রবার সন্ধ্যার পর দলে বেঁধে প্রায় ৬০টি বন্য হাতির পাল উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের জদুরচর সীমান্ত এলাকায় প্রবেশ করে। উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রাম থেকে বন্ধুদের সঙ্গে ইদ্রিস আলী হাতি দেখতে আসেন। শুক্রবার রাত ৮টার দিকে হঠাৎ করেই হাতির দল উৎসুক জনতার দিকে তেড়ে আসে। হাতির তাড়া খেয়ে নিরাপদ আশ্রয়ের জন্য দৌঁড় দেন তাঁরা। এ সময় হাতির উপদ্রপ থেকে বাঁচার জন্য তৈরি বৈদ্যুতিক ফাঁদের জেনারেটরের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ইদ্রিস আলী ডোবার পানিতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে আত্মীয়-স্বজনরা তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হজরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সতর্কতা অবলম্বনে স্থানীয়দের সাবধান করা হচ্ছে। বাড়তি নিরাপত্তায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থলটি বিজিবির একটি টহল দল পরিদর্শন করেছে।