বাঁচার জন্য চাচাকে জাপটে ধরে দুই শিশু, ডুবে গিয়ে ৩ জনেরই মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চরবাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো চরবাগবাড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে নূর নবী (২৮), আল-আমিনের মেয়ে আসফিয়া (৯) ও রমজান আলীর ছেলে তাহিম (১১)। নূর নবী সম্পর্কে আসফিয়া ও তাহিমের চাচা।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তামীম আল ইয়ামিন জানান, গতকাল রোববার চরবাগবাড়ি এলাকায় ঈদের আনন্দ উপভোগ করার জন্য আট থেকে ৯ জন ডিঙ্গি নৌকায় চড়ে ঘুরতে বের হয়। এ সময় ডিঙ্গি নৌকাটি ডুবে গেলে অন্যরা সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও, দুই শিশু আসফিয়া ও তাহিম বাঁচার জন্য তাদের চাচা নূর নবীকে জাপটে ধরলে তিনজনই পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।