বান্দরবানে দুই শিশু করোনায় আক্রান্ত
বান্দরবানে দুই শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ বুধবার নমুনা পরীক্ষায় তারা পজিটিভ শনাক্ত হয়।
স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানায়, কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষায় বান্দরবানের দুজন শিশু করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এরা হলো লামা উপজেলার চার বছরের এক ছেলে শিশু এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার দুই বছরের এক মেয়ে শিশু। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ জনে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৬ জন। আজ বুধবার পর্যন্ত ৮৯২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, বুধবার দুজন শিশুর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত ৩৭ জন। প্রতিদিনই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। আরো সাড়ে চারশ নমুনার রিপোর্ট পাইনি। বৃহস্পতি-শুক্রবার দুদিন ল্যাবে পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে।