বান্দরবানে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
বান্দরবান সদর উপজেলার বাঘমারায় সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন যুবলীগের নেতা মংসিং উ মারমা (৩৮) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত মংসিং উ মারমা উপজেলার রাজবিলা ইউনিয়নের চিংক্যউ পাড়ার বাসিন্দা। তিনি জামছড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীরা বাড়ির পার্শ্ববর্তী এলাকায় গুলি করে মংসিং উ মারমাকে হত্যা করে। এ সময় পাড়াবাসীর মধ্যে আতংক ছড়াতে আরো কয়েকটি গুলি করে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে যান।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইহ্লা অং মারমা বলেন, ‘সন্ত্রাসীদের গুলিতে নিহত মংসিং উ মারমা জামছড়ি যুবলীগের সাংগঠনিক সম্পাদক। আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।’
স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) রাজনীতির সঙ্গে একসময় সম্পৃক্ত ছিলেন। নতুন করে তিনি যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, সন্ত্রাসীদের গুলিতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গেছেন। তাঁরা ফিরলে প্রকৃত বিষয় জানা যাবে।
কিছুদিন আগে বাঘমারা এলাকায় ছয় খুনের ঘটনা ঘটে।