বাবার হোন্ডা থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় ছেলে নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2022/03/03/pabna-ataikula-thana.jpg)
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে হৃদয় হোসেন (১২) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবাও আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা বাজার এলাকার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হৃদয় পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রামের রবিউল ইসলামের ছেলে এবং আরিফপুর হাফিজি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে পাবনার মাধপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ কাশেম জানান, সাপ্তাহিক ছুটি কাটাতে দুপুরের দিকে বাবার মোটরসাইকেলযোগে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে মহাসড়কের আতাইকুলার স্কয়ার বাজারের সামনে পৌঁছালে পেছন থেকে ছিটকে পড়ে যায় সে। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হৃদয় মারা যায়। এ ঘটনায় তার বাবা রবিউল ইসলামও আহত হন।
আবুল কালাম আজাদ আরও জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং বাবাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি জব্দ করে ফাঁড়িকে রাখা হয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, অভিযুক্ত চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আতাইকুলা থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।