বাহুবলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে দুই নারীসহ বাসের চালকের সহকারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উপজেলার কামাইছড়া এলাকার অদূরে পাহাড়ি এলাকার টার্নিং পয়েন্টে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এরপর রশিদপুর গ্যাসফিল্ডের ক্রেন দিয়ে গাড়ির নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন বাসের চালকের সহকারী সদর উপজেলার মড়ুরা গ্রামের আবু সাঈদ (৩০) এবং একই উপজেলার দৌলতপুর গ্রামের ইসলাম উদ্দিনের মেয়ে কমলা বেগম (৩৫)। নিহত অন্য নারীর পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী বাস (হবিগঞ্জ ব ০৫-০০৩১) কামাইছড়া পাহাড়ি এলাকার টার্নিং পয়েন্টে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড়ের নিচে খাদে পড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

এ ঘটনায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সাতগাঁও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।