বিএসইসির সহকারী পরিচালক মেহেদী হাসানের মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানা। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার পান্থপথে নিজ বাসা থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মেহেদী হাসানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আজ সোমবার সকালে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি উৎপল বড়ুয়া বলেন, ‘রোববার রাতে পান্থপথের তিন তলার বাসা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।’
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত মেহেদীর বাড়ি ফরিদপুরে ভাঙ্গা উপজেলায়। পান্থপথের বাসায় গত আড়াই মাস হলো তিনি ভাড়ায় ওঠেন। সেখানে একাই থাকতেন তিনি। মারা যাওয়ার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি আত্মহত্যার কথা উল্লেখ করেছেন।