বিদেশি চ্যানেল সম্প্রচারের বিধিনিষেধ প্রত্যাহারের দাবি

গ্রাহকদের বিনোদনের স্বার্থে বিদেশি চ্যানেল সম্প্রচারের বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছে ক্যাবল অপারেটর সমন্বয় কমিটি। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।
এ সময় বক্তারা ব্রডকাস্টার কর্তৃক ক্লিনফিড বা বিজ্ঞাপনবিহীন চ্যানেল না পাওয়া পর্যন্ত বিদেশি চ্যানেল সম্প্রচারের অনুমতি চেয়েছেন। এমনকি আগামী সোমবারের মধ্যে বিদ্যমান জটিলতা নিরসন না হলে, বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে ক্যাবল অপারেটরদের এই সংগঠনটি।
ক্যাবল অপারেটর সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোশারফ আলী চঞ্চল বলেন, ‘ব্রডকাস্টার কর্তৃক ক্লিনফিড অথবা বিজ্ঞাপনবিহীন চ্যানেল না পাওয়া পর্যন্ত গ্রাহকদের বিনোদনের স্বার্থে বিদেশি চ্যানেলের অনুমতি দিয়ে চলমান বিধিনিষেধ প্রত্যাহার করে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। ক্লিনফিড ইস্যুতে ক্যাবল অপারেটরদের যে প্রশাসনিক হয়রানি করা হচ্ছে সেটা বন্ধের আহ্বান জানাচ্ছি।’
সরকারি নির্দেশনা মেনে গতকাল শুক্রবার থেকে অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে—এমন বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।