বিনা পারিশ্রমিকের গোরখোদক নূর মোহাম্মদকে পুলিশের সহায়তা

চাঁপাইনবাবগঞ্জে আজ রোববার দুপুরে গোরখোদক নূর মোহাম্মদের কাছে খাদ্যসামগ্রী ও অর্থ তুলে দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ও পরিদর্শক (অপারেশন) মিন্টু রহমান। ছবি : এনটিভি
দীর্ঘ ৪০ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দেওয়া অসুস্থ নূর মোহাম্মদকে করোনাকালে খাদ্য ও অর্থ সহায়তা দিয়েছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আজাইপুর, আরামবাগ, পোল্লাডাঙ্গা গোরস্থানে তিনি কবর খুঁড়ে দিতেন।
আজ রোববার দুপুরে পৌর এলাকার আজাইপুর পাবলিক ক্লাব চত্বরে নূর মোহাম্মদের কাছে চাল, ডাল, ফলসহ প্রায় এক মাসের বিভিন্ন খাদ্যসামগ্রী দেন জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান। একই সময় নূর মোহাম্মদের চিকিৎসার জন্য অর্থও দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানার পরিদর্শক (অপারেশন) মিন্টু রহমান।
নূর মোহাম্মদ যুবক অবস্থা থেকে বার্ধক্যের আগ পর্যন্ত প্রায় চার হাজার মৃত মানুষের জন্য কবর খুঁড়েছেন কোনো রকম পারিশ্রমিক ছাড়াই।