বিমানের ১৭ সিবিএ নেতার দুর্নীতি তদন্তের অগ্রগতি চেয়েছেন হাইকোর্ট
বিমান বাংলাদেশ এয়ার লাইনসের তৎকালীন ১৭ জন সিবিএ নেতার দুর্নীতির তদন্তের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্টদের পদক্ষেপের অগ্রগতি জানতে চেয়েছেন হাইকোর্ট।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) আবেদন শুনানি শেষে আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ দুদকসহ সংশ্লিষ্ট পক্ষের কাছে অগ্রগতি জানতে চেয়ে আদেশ দেন।
আদালতে আজ মানবাধিকার সংগঠন এইচআরপিবির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মানজিল মোরশেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। এ ছাড়া দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এম এ আজিজ খান।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি জারি করা রুলের পরিপ্রেক্ষিতে আদালত বিমানের ১৭ জন সিবিএ নেতার দুর্নীতি তদন্ত করার জন্য দুদকসহ সংশ্লিষ্টদের এই আদেশ দেন। এর আগে তাঁদের দুদকে হাজির হতে নোটিশ দেওয়া হলেও তাঁরা হাজির হননি।
এই সিবিএ নেতাদের মধ্যে রয়েছেন- মো. মসিকুর রহমান, আজাহারুল ইমাম মজুমদার, আনোয়ার হোসেন, মো. ইউনুস খান, মো. মনতাসার রহমান, মো. রুবেল চৌধুরী, মো. রফিকুল আলম, মো. আতিকুর রহমান, মো. হারুনর রশিদ, আবদুল বারী, মো. ফিরোজুল ইসলাম, মো. আবদুস সোবহান, গোলাম কায়সার আহমেদ, মো. আবদুল জব্বার এবং মো. আবদুল আজিজ প্রমুখ।
রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানান, ২০১৪ সালে করা একটি রিটের জারিকৃত রুলের শুনানি শেষ আদালত এ আদেশ দিয়েছেন।