বিশ্ব নদী দিবস উপলক্ষে রংপুরে শোভাযাত্রা
জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব নদী দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর বাজার এলাকায় তিস্তা নদীর পাড়ে শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গঙ্গাসাগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লা আল হাদী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জান চয়ন প্রমুখ বক্তব্য দেন।
সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বন্যা উপকূলীয় জেলার জন্য মাল্টিপারপাস রেসকিউ বোটের উদ্বোধন করা হয়।
সভাটি সঞ্চালনা করেন কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিয়ার মো. জাকিউল আলম স্বপন।