বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার এক
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে অভিযুক্ত নাবিল মিয়াকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থীকে (১৩) বিয়ের প্রলোভন দেখিয়ে গত মঙ্গলবার রাতে বাড়িতে তাকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত নাবিল মিয়া। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। ধর্ষণের ঘটনায় গতকাল বুধবার রাতে ওই নির্যাতিতা স্কুলছাত্রীর বাবা বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ নাবিলকে গ্রেপ্তার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত নাবিল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।