বেনাপোলে গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোল সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে নয় রাউন্ড তাজা গুলিসহ সাইদুল ইসলাম (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক সাইদুল ইসলাম বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের মহসিন শেখের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘সাইদুল দীর্ঘদিন থেকে সীমান্তে অস্ত্রের ব্যবসা করে আসছিলেন। গোপন খবরে জানা যায় রঘুনাথপুর এলাকায় অস্ত্রের কেনাবেচা হচ্ছে। পরে অভিযান চালিয়ে সাত দশমিক ছয়-পাঁচ এমএম পিস্তলের নয় রাউন্ড তাজা গুলিসহ হাতেনাতে আটক করা হয় সাইদুলকে।’
ওসি কামাল বলেন, ‘সাইদুলের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।’