বেনাপোলে ৬ কেজি গাঁজাসহ আটক ৩
যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে ছয় কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বেনাপোল বন্দর থানার পাটবাড়ী মন্দির এলাকার শাহাজানের মোড় থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের রবিউল ফকিরের ছেলে বাবুল ফকির (৪৮), রায়পুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রাজিব হোসেন (২৪) ও রঘুনাথপুর গ্রামের জুলফিকার আলীর ছেলে মিলন হোসেন (২১)।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘গোপন খবরে জানতে পারি বেনাপোল বন্দর থানার পাটবাড়ি মন্দির এলাকায় মাদকের একটি চালান নিয়ে তিন মাদক ব্যবসায়ী অবস্থান করছেন। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ তাঁদের আটক করে।’
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।