বাড়ির উঠানে গাঁজা চাষ, পাঁচ গাছসহ আটক ১

জামালপুরের মেলান্দহের শ্যামপুর ইউনিয়নের শাহজাদপুর খানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে নিজ বাড়ির উঠান থেকে পাঁচটি গাঁজার গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি হলেন আলমগীর হোসেন (৫০)।
গতকাল মঙ্গলবার (২০ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন তার নিজ বাড়ির আঙিনায় গোপনে পাঁচটি গাঁজার গাছ রোপণ করেন। গাছগুলোর মধ্যে চারটির উচ্চতা আনুমানিক চার ফুট এবং একটি গাছের উচ্চতা দুই ফুট। গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানা-পুলিশের একটি দল এসআই সাজেদুল ইসলাম খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গাঁজার গাছসহ তাকে আটক করে।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আনুমানিক ৫ কেজি কাঁচা গাঁজাসহ আলমগীর হোসেনকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।