বেসরকারি খাতের ঋণপ্রবাহের লক্ষ্যমাত্রা কমলো

নতুন অর্থবছরের (২০২২-২৩) জন্য ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণপ্রবাহের লক্ষ্যমাত্রা কমিয়ে ১৪ দশমিক ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে; যা (২০২১-২০২২) অর্থবছরে ছিল ১৪ দশমিক ৮০ শতাংশ। গত মে মাস পর্যন্ত সাড়ে ১২ শতাংশ বাস্তবায়ন হয়েছে।
আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আগামী অর্থবছরের (২০২২-২৩) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণাকালে এ লক্ষ্যমাত্রার কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।
২০২২-২৩ অর্থবছরের জন্য ব্যাপক মুদ্রার সরবরাহ ধরা হয়েছে ১২ দশমিক ১ শতাংশ, যা কাঙ্ক্ষিত মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির সিলিংয়ের সমষ্টির তুলনায় কিছুটা কম। করোনা পরিস্থিতি উন্নত হওয়া সাপেক্ষে অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হওয়ায় চলতি অর্থবছরে আয়ের গতি বাড়বে বলে আশাবাদী বাংলাদেশ ব্যাংক। জুন পর্যন্ত ঋণ বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ যা সাম্প্রতিক সময়ের মধ্যে যা সর্বোচ্চ।
বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনীতির সর্বশেষ পরিস্থিতি এবং সম্প্রতি সংঘটিত দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যার অর্থনৈতিক প্রভাবের কারণে ২০২২-২৩ অর্থবছরের জন্য মুদ্রানীতির মূল চ্যালেঞ্জ হবে টাকার অভ্যন্তরীণ ও বাহ্যিক মান অর্থাৎ মূল্যস্ফীতি ও বিনিময়হারকে স্থিতিশীল রাখা। এছাড়া কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চলমান অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে সমর্থন অব্যাহত রাখাও আসন্ন মুদ্রানীতির জন্য অপরিহার্য। আর এসব বিবেচনায় নিয়েই এমন মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে।